চট্টগ্রামের চান্দগাঁওয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৮ তরুণ-তরণীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ অক্টোবর) রাতে বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে চারজন নারী ও পুরুষ বলে জানিয়েছে পুলিশ।
আজ শনিবার চান্দগাঁও থানা সূত্রে বিষয়টি জানা গেছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, চান্দগাঁও থানাধীন এলাকায় অভিযান চালিকে ৮ তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক তাদের আদালতে পাঠানো হয়েছে।