“শুদ্ধ বৃত্ত” এর কর্ণফুলী উপজেলা শাখার কমিটি ঘোষণা

 

কর্ণফুলী উপজেলা শাখার সামাজিক ও অরাজনৈতিক সংগঠন “শুদ্ধ বৃত্ত” এর কমিটি ঘোষণা করা হয়েছে। সামাজিক, স্বেচ্ছাসেবী, সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন ‘শুদ্ধ বৃত্ত ’-এর অন্যতম অঙ্গীকার হচ্ছে অহংকার মুক্ত সমাজ গড়ার প্রত্যয়, মাদক ও সন্ত্রাসমুক্ত,বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, অসহায়দের পাশে দাঁড়ানোসহ পরিবেশ সচেতনতা, সামাজিক কুসংস্কার দূরকরণ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা।

কর্ণফুলী উপজেলার সামাজিক, স্বেচ্ছাসেবী, সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন ‘শুদ্ধ বৃত্ত ’-এর কর্ণফুলী উপজেলা শাখার কমিটি আনুষ্ঠানিক ভাবে গঠন করা হয়েছে। সকলের সম্মতিক্রমে মোহাম্মদ ইকবাল কে সভাপতি, এবং এস.এম.রিদুয়ান কে সাধারণ সম্পাদক, ও মামুনুর রশিদ (মাহির) কে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
আংশিক কমিটির নাম নিন্মে দেওয়া হল :
সভাপতি – মোঃ ইকবাল
সিঃ সহ-সভাপতি – মোঃ শহিদুল ইসলাম
সহ-সভাপতি – মোঃ হারুনুর রশিদ
সহ-সভাপতি – এসএম আজিজুল হক
সহ-সভাপতি – আব্দুন নূর টিটু
সহ-সভাপতি – আবদুল মজিদ
সহ-সভাপতি – মাহবুবা জান্নাত ইলা
সহ-সভাপতি – মোহাম্মদ হাসান
সহ-সভাপতি – মোহাম্মদ নাসির উদ্দীন
সাধারণ সম্পাদক – এম এস রিদুয়ান
সিনিয়র যুগ্ম সম্পাদক – আবছার চৌধুরী মুরাদ
যুগ্ম সম্পাদক – বাহার উদ্দিন বাহার
যুগ্ম সম্পাদক – আবুল কালাম
যুগ্ম সম্পাদক – জহির উদ্দীন চৌধুরী হিমেল
যুগ্ম সম্পাদক – মোঃ নাসির
যুগ্ম সম্পাদক – জহির উদ্দীন জফুর
যুগ্ম সম্পাদক – জিন্না ওবায়েদ
################################
সাংগঠনিক সম্পাদক – মামুনুর রশিদ মাহির
সহ সাংগঠনিক সম্পাদক – সিরাজুল ইসলাম খোকন
সহ সাংগঠনিক সম্পাদক – বদরুদ্দোজা ফাহিম
#################################
প্রচার ও প্রকাশনা সম্পাদক – মুহাম্মদ আয়াজ
দপ্তর সম্পাদক – মোহাম্মদ ছালে নুর
সহ দপ্তর সম্পাদক – নূর হোসেন আরজু
যোগাযোগ বিষয়ক সম্পাদক – আব্দুল মান্নান মান্না
সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক – মোঃ নয়ন
ক্রীড়া বিষয়ক সম্পাদক – মোঃ মহিউদ্দীন
সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক – আব্দুস ছালাম
শিক্ষা বিষয়ক সম্পাদক – মোঃ রাশেদ
সহ শিক্ষা বিষয়ক সম্পাদক – আসিফ জামান ফারুকী
ধর্ম বিষয়ক সম্পাদক – আব্দুল ওয়াজেদ
সিনিয়র সদস্য – আব্দুল মান্নান খাঁন
সিনিয়র সদস্য – আলমগীর বিন হোসেন
সিনিয়র সদস্য – এস এম সাহেব হোসেন
সিনিয়র সদস্য – মোহাম্মদ ওয়াহিদুল আলম খাঁন
সিনিয়র সদস্য – মোহাম্মদ ইকবাল
সিনিয়র সদস্য – আবুল হোসেন
সিনিয়র সদস্য – মোঃ জাহাঙ্গীর
সিনিয়র সদস্য – মোঃ দেলোয়ার
সিনিয়র সদস্য – নুরুল আলম টিটু
সিনিয়র সদস্য – মোহাম্মদ ফারুক লিটন
সিনিয়র সদস্য – মোহাম্মদ লিটন
সিনিয়র সদস্য – মোঃ মহসিন

সামাজিক ও অরাজনৈতিক সংগঠন “শুদ্ধ বৃত্ত” এর প্রতিষ্ঠাতা – ফৌজুল আহাদ চৌধুরী জানান, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবার জন্যে একার পক্ষে বড় কিছু করা কষ্টসাধ্য। কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় অনেক কিছুই করা সম্ভব। সমাজের ভালো কাজে আমরা সব সময় সবার পাশে থেকে কাজ করে যাচ্ছি। অহংকার মুক্ত সমাজ গড়ার যে লক্ষ্য নিয়ে এখন আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ একদিন আমরা সফল হবই।

সংগঠনের কমিটি গঠনকালে নবগঠিত কমিটির সভাপতি- মোহাম্মদ ইকবাল বলেন, ইনশাআল্লাহ অহংকার মুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কোন বিকল্প নাই। সমাজের সবাই মিলেমিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়।
সামাজিক সংগঠন ‘শুদ্ধ বৃত্ত ’-এর কর্ণফুলী উপজেলা শাখার সকল শুদ্ধ যোদ্ধাদের সহযোগিতা কামনা করেন।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক – এস.এম.রিদুয়ান বলেন, আমরা কর্ণফুলী উপজেলার যুবসমাজকে নিয়ে সমাজের ভালো কিছু কাজ করতে বদ্ধপরিকর। সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূলের কাজ করে যাব। সামাজিক সংগঠন ‘শুদ্ধ বৃত্ত ’-এর কর্ণফুলী উপজেলা শাখার, অন্যতম ভূমিকা থাকবে মাদকমুক্ত সমাজ, নিরক্ষরতা দূর, বাল্যবিবাহ রোধ, গরিব-দুখী মানুষের উপকার করা এবং সামাজিক কুসংস্কার দূর করা। বিশেষ করে কর্ণফুলী উপজেলা শাখার ‘শুদ্ধ বৃত্ত ’- এর সকল সদস্যসহ গ্রামের সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক- মামুনুর রশিদ (মাহির) বলেন, সিনিয়রদের সম্মান করে, জুনিয়রদের স্নেহ করে, প্রতিটি কাজে ত্যাগ স্বীকার করে, সুন্দর এবং বৈষম্যহীন কর্ণফুলী উপজেলা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

প্রেস বিজ্ঞপ্তি