উপদেষ্টা হাসান আরিফের মাগফেরাত কামনায় চসিকের করে মিলাদ ও দোয়া মাহফিল

উপদেষ্টা হাসান আরিফের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চসিক।

অন্তবর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মঙ্গলবার মরহুমের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টাইগারপাসস্থ প্রধান কার্যালয়সহ অন্যান্য মসজিদে দোয়ার আয়োজন করা হয়। মিলাদে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনসহ চসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।