চট্টগ্রাম মহানগরী জামায়াতের শুভেচ্ছা

দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭২ বছরে পদার্পন উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। মঙ্গলবার দুপুর ১২টায় চট্টগ্রাম নগরীর জুবিলী রোডস্থ দৈনিক ইত্তেফাক পত্রিকার চট্টগ্রাম ব্যুরো অফিসে এই শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ¦ শাহজাহান চৌধুরী। এই সময় ব্যুরো প্রধান সালাহউদ্দিন আহমদ রেজাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দীন খালেদ, ওসমান গণি, শাহাদাৎ হোসেন সাদেক প্রমুখ।