রাষ্ট্র মেরামত ও সংস্কারে উলামা মাশায়েখদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে – শাহজাহান চৌধুরী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আগামী দিনে রাষ্ট্র মেরামত ও সংস্কারে উলামা মাশায়েখদের বলিষ্ঠ ভুমিকা রাখতে হবে। তিনি বলেন, একজন খতিব তার খুতবায় বিভেদমূলক আলোচনা পরিহার করে সমাজের অসঙ্গতি নিয়ে আলোচনা করতে হবে। তবেই এই সমাজ সঠিক দিশা পাবে ইনশাআল্লাহ।
ডবলমুরিং থানার ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ড উলামা মাশায়েখ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত উলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দেওয়ানহাট আলিফ হোটেল এন্ড রেস্টুরেন্টে বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও আব্দুল কাদেরের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মাওলানা নিজাম উদ্দিন, ডবলমুরিং থানা জামায়াতের আমীর ফারুক আযম, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলাম প্রমুখ।