মধ্যরাতে চট্টগ্রাম মহানগরের রিয়াজুদ্দিন বাজারে একটি পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় ভোররাতের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
উক্ত দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন :
১) ইসমাইল হোসেন ইকবাল(১৮) , পিতা: সৈয়দ হোসেন ঠিকানা : গ্রাম: সোনাকানিয়া, পোস্ট :মির্জাখিল,সাতকানিয়া, চট্টগ্রাম।
২) মো: শাহেদ হোসেন(১৮ ) , পিতা : বেটা মিয়া, ঠিকানা : গ্রাম: কুতুবপাড়া,পোস্ট: বাংলাবাজার, সাতকানিয়া, চট্টগ্রাম।
৩) মো: রিদুয়ান (৩৫), পিতা : শামসুল আলম, ঠিকানা : গ্রাম :পশ্চিম কাটিয়াডাংগা, পোস্ট : কুতুব দেওয়াখোলা, সাতকানিয়া, চট্টগ্রাম।
আহতরা হলেন :
১)জান্নাতুল আক্তার হাজেরা ( ০৯), পিতার নাম : মোহাম্মদ আনিছুর রহমান, গ্রাম: হানুয়া, পোস্ট: রাজগঞ্জ, মনিরামপুর, যশোর।
২) মেরিনা পারভীন (৩৫), স্বামীর নাম: মোহাম্মদ আনিছুর রহমান, গ্রাম : হানুয়া, পোস্ট: রাজগঞ্জ মনিরামপুর, যশোর। আহত দুইজন সম্পর্কে মা-মেয়ে। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জেলা প্রশাসকের পক্ষ হতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আহতদের ১৫,০০০ টাকা করে চিকিৎসা সহায়তা এবং নিহতদের পরিবারকে ২৫,০০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।
এছাড়াও, উক্ত অগ্নিকাণ্ডে একটি দোকান সম্পূর্ণভাবে এবং দুইটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।