চট্টগ্রাম: নগরের চট্টগ্রাম কলেজের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ কর্তৃক দুই সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনার নিন্দা ও দায়ী পুলিশের বিরূদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
বৃহস্পতিবার (৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম কলেজ গেট এলাকায় বিবদমান দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করছিলেন ঢাকা ট্রিবিউনের রিপোর্টার পিম্পল বড়ুয়া ও চট্টগ্রাম প্রতিদিনের রিপোর্টার বিশ্বজিৎ শর্মা। এ সময় পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শকের নেতৃত্বে কিছু পুলিশ সদস্য তাদের লাঞ্ছিত করেন। দুই সাংবাদিক নিজেদের পরিচয় দেওয়ার পরও পুলিশ তাদের হেনস্থা ও দুর্ব্যবহার করেন।
সিইউজে নেতৃবৃন্দ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ কর্তৃক সাংবাদিক লাঞ্ছনার এ ঘটনা অত্যন্ত জঘন্য ও দুঃখজনক।
নেতৃবৃন্দ অবিলম্বে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সিএমপি কমিশনারের প্রতি আহ্বান জানান।