ত্রিতরঙ্গের বর্ণাঢ্য হেমন্ত উৎসব 

বন্দর নগরী চট্টগ্রাম তথা বাংলাদেশের নন্দিত সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার ধারাবাহিকতায় সংগঠনের নাসিরাবাদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো গুণীজন সম্মাননা ও বর্ণাঢ্য হেমন্ত উৎসব ১৪৩১।
 ৪০ বছর পূর্তি উৎসব উদযাপন কমিটির চেয়ারম্যান সাংবাদিক ওসমান গনি মনসুরে সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের জেলা পরিষদের প্রশাসক, চট্টগ্রাম ওয়াসার এমডি এবং চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রশাসক মোহাম্মদ আনোয়ার পাশা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রামের পরিচালক মোঃ মাহফুজুল হক ও এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ সুরাইয়া বেগম।
বিভিন্ন ক্যাটাগরিতে এবার সম্মাননা পেলেন বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষক ডাক্তার ইমরান বিন ইউনুস, শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, বাংলাদেশ বেতারের সাবেক মুখ্য উপস্থাপক ফজল হোসেন,  সমাজসেবী ফাতেমা জেবুন্নেসা, সলিসিটার, লন্ডন ফারজানায় করিম ম্যারী ও গণসংগীত শিল্পী আফতাব উদ্দিন ডিকেন্স।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শাওন পান্থ। বিকেল চারটায় অনুষ্ঠান শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠান চলে।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার পাশা ত্রিতরঙ্গের বিগত কর্মকান্ডের প্রশংসা করে চল্লিশ বছর পূর্তি উপলক্ষে নেয়া সকল কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন সংস্কৃতি একটি জাতির দর্পণস্বরূপ। একটি জাতির পরিচয় তুলে ধরে সংস্কৃতি।
ত্রিতরঙ্গ দীর্ঘ ৪০ বছর যাবত সেই কাজটিই অত্যন্ত নিষ্ঠার সাথে করে আসছে যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তিনি বলেন ঋতুভিত্তিক দেশ বাংলাদেশের একটি অন্যতম ঋতু হলো হেমন্ত। হেমন্ত বাংলার ঘরে ঘরে ফসল ওঠে। কৃষাণ কৃষাণীর ঘরে ঘরে নবান্নের ধুম পড়ে যায়।
তাই বাঙালির চির কাঙ্খিত ঋতু হেমন্ত। তুই তরঙ্গের এই ত্রিতরঙ্গের ঋতু ভিত্তিক অনুষ্ঠান আমাদের বাংলা সংস্কৃতির একটি অংশ।
স্বাগত বক্তব্যের সংগঠনের মহাসচিব শাওন পান্থ বলেন ১৯৮৪ থেকে ২০২৪ সাল  দীর্ঘ ৪০ বছর ত্রিতরঙ্গ চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গন কে উজ্জীবিত রেখেছে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও ছড়িয়ে দিয়েছে ত্রিতরঙ্গ তার কর্মধারা। ৪০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে আমরা বছরব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছি। এ ধারাবাহিকতায় আমাদের দশম নিবেদন সম্মাননা ও হেমন্ত উৎসব ১৪৩১।
গত ১০ই ফেব্রুয়ারি যে অনুষ্ঠানের সূচনা হয়েছে আগামী দশই ফেব্রুয়ারী ‘২৫ বর্ণনাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তার সফল সমাপ্তি ঘটবে বলে আমরা আশাবাদী ।
সভাপতির বক্তব্যে ওসমান গনি মনসুর বলেন দীর্ঘ ৪০ বছর একটি সংগঠন কে কর্মক্ষমভাবে যে ত্যাগ,নিষ্ঠা  ও সাধনার প্রয়োজন তার সবটুকু দিয়ে এই সংগঠনের সচল দেখেছেন ত্রিতরঙ্গের প্রতিষ্ঠাতা শাওন পান্থ।তাকে অভিনন্দন জানাই।
হেমন্ত উৎসবে চট্টগ্রামের আরো একটি সংগঠন অংশ নেয়।