দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন কোয়েল মল্লিক

 

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের প্রথম সন্তান কবীরের জন্ম হয় ২০২০ সালে। এবার তার দায়িত্ব বাড়ছে। দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি।

বৃহস্পতিবার ( অক্টোবর) দুপুরে কোয়েল মল্লিক ইনস্টাগ্রাম এবং ফেসবুকে একটি ছবি পোস্ট করেন।

পোস্টের ক্যাপশনে কোয়েল লিখেছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পরিবার বড় হচ্ছে। খুব জলদিই কবীর বড় ভাই হতে চলেছে। আপনাদের থেকে ভালোবাসা আর শুভকামনা প্রয়োজন এই সময়ে।

পোস্টের সঙ্গে হাত জোড়ের রেড হার্টের ইমোজি দিয়েছেন তিনি। আর হ্যাশট্যাগে দিয়েছেন লাভ, লাইফ, ব্লেসিং, ব্লিস।

এদিকে ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভক্তঅনুরাগী সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন কোয়েল নিসপাল দম্পতি।

কোয়েলের পোস্টে মন্তব্য করেছেন অভিনেতা জিৎ। তিনি লিখেছেন, “অসাধারণ! এই পরিবারের সকলকে অনেক শুভেচ্ছা।অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, “শুভেচ্ছা! খুব খুশি হয়েছি।

পরমব্রত চট্টোপাধ্যায় লিখেছেন, “অনেক শুভেচ্ছা তোমাকে নিসপালকে।শুভেচ্ছা জানালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, মৌনি রায়রাও।