শারমীন এস মুরশিদের সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সমাজকল্যাণ এবং মহিলা শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সঙ্গে ইউনাইটেড আরব আমিরাতের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি খাসেইফ আলহমৌদি সৌজন্য সাক্ষাৎ করেন।

বুধবার (২৩ অক্টোবর) মহিলা শিশুবিষয়ক মন্ত্রণালয়ে উপদেষ্টার কক্ষে সৌজন্য সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, বাংলাদেশের ছাত্রজনতা বিগত সরকারের দুর্নীতি, অন্যায়অবিচার বৈষম্যে অতিষ্ঠ হয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আন্দোলনের মাধ্যমে নিজেদের জীবনের বিনিময়ে অন্তর্বর্তী সরকার গঠন করেছে। আমরা তাদের স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছি। এজন্য সমাজকল্যাণ এবং মহিলা শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যেসব জায়গায় পুনর্গঠন সংস্কার করা প্রয়োজন তা নিরূপণ করে এগিয়ে যাচ্ছি।

শারমীন এস মুরশিদ বলেন, দেশের মানুষ বৈষম্যহীন নতুন বাংলাদেশ দেখতে চায় এজন্য আরব আমিরাতের সহযোগিতা কামনা করেন।

সময় রাষ্ট্রদূত বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।