সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সঙ্গে ইউনাইটেড আরব আমিরাতের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি খাসেইফ আলহমৌদি সৌজন্য সাক্ষাৎ করেন।
বুধবার (২৩ অক্টোবর) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে উপদেষ্টার কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা বিগত সরকারের দুর্নীতি, অন্যায়-অবিচার ও বৈষম্যে অতিষ্ঠ হয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আন্দোলনের মাধ্যমে নিজেদের জীবনের বিনিময়ে এ অন্তর্বর্তী সরকার গঠন করেছে। আমরা তাদের এ স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছি। এজন্য সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যেসব জায়গায় পুনর্গঠন ও সংস্কার করা প্রয়োজন তা নিরূপণ করে এগিয়ে যাচ্ছি।
শারমীন এস মুরশিদ বলেন, দেশের মানুষ বৈষম্যহীন নতুন বাংলাদেশ দেখতে চায় এজন্য আরব আমিরাতের সহযোগিতা কামনা করেন।
এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.