যুদ্ধবিরতির জন্য ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান লেবাননের প্রধানমন্ত্রীর

নতুন হামলার প্রেক্ষিতে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি  রোববার যুদ্ধবিরতির জন্যইসরাইলের ওপর চাপপ্রয়োগের আহ্বান জানিয়েছেন।
বৈরুত থেকে এএফপি জানায়, রাজধানীর দক্ষিণ উপশহরে নতুন ইসরাইলি হামলার খবর পাওয়া গেছে।

মিকাতি বলেন, তিনি  যুদ্ধবিরতির জন্য মার্কিন ফরাসি প্রচেষ্টাকে সমর্থন করেছেন।
সরকারি বার্তা সংস্থান্যাশনাল নিউজ এজেন্সিবৈরুতের দক্ষিণে এক হামলার খবর জানিয়েছে। এক এএফপি সাংবাদিক জানান, তিনি ব্যাপক বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং ওই স্থানের উপর দিয়ে ধোঁয়ার কুলী উড়তে দেখেন।