মতিঝর্ণা এলাকার মানিক প্রকাশ কাস্টিং মানিকের নেতৃত্বে টিসিবির পণ্য নয় ছয়।
আজ মঙ্গলবার বিকালে নগরীর লালখান বাজার এলাকার তুলা পুকুর লেইনে ৪শত জনের বরাদ্দকৃত প্যাকেট উপস্থিত মানুষকে না দিয়ে তার আত্মীয়-স্বজনকে টোকেন দেন। এ নিয়ে বাকবিতন্ড হয়। সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে । ভিডিও করতে গেলে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। উপস্থিত লোকজনের বাঁধায় মোবাইল নিতে পারে নাই।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম-পরিচালক (অফিস প্রধান) মোঃ শফিকুল ইসলাম বলেন, সিটি কর্পোরেশনের সচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে।তাদের চাহিদা অনুয়ায়ী পণ্য সরবরাহ করা হয়েছে।
টিসিবি পণ্য বিক্রয়ে দায়িত্ব প্রাপ্ত ১৪নং লালখান বাজার ওয়ার্ড এর সিটি কর্পোরেশনের সচিব মুজিবুর রহমান বলেন, মানিক প্রকাশ কাস্টিং মানিক নামে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।রিউমার ছড়াচ্ছেন।