তবলীগ জামাতের খুন সংঘাত অগ্নিসংযোগে আল্লামা ইমাম হায়াতের নিন্দা

তবলীগ জামাতের দীর্ঘ দিনের সশস্ত্র সংঘাত ও অদ্যকার নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন আল্লামা ইমাম হায়াত।
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ও বিশ্ব সুন্নী আন্দোলনের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, তবলীগ জামাতের অভ্যন্তরীণ স্বার্থের সশস্ত্র সংঘাত ও পারস্পরিক খুন সন্ত্রাস ই প্রমাণ করে দিল্লি কেন্দ্রিক এই খুনি দল ইসলামের দল নয়।
আল্লামা ইমাম হায়াত টঙ্গী ইস্তেঞ্জায় তবলীগ জামাতের লোকদের অদ্যকার পারস্পরিক হত্যাকাণ্ডের নৃশংস ঘটনায় এক বিবৃতিতে সব ঈমানদার মুসলিমকে বাতিল ওয়াবি মতবাদ ভিত্তিক তবলীগ জামাত বর্জন করে ইসলামের শান্তিময় মানবিক আত্মিক রাজনৈতিক পূর্ণাঙ্গ ধারায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
আল্লামা ইমাম হায়াত বলেন, ওয়াবি সালাফি মদুদি তবলীগী ইত্যাদি ভ্রান্ত মতবাদ ইসলামের নামে ইসলামের বিকৃতিকারী ও ঈমান ধ্বংসাত্মক ধারা। তিনি বলেন, বাতিল ওয়াবি মতবাদ ভিত্তিক তবলীগ জামাতকে যাঁরা ইসলামের দল মনে করে শরিক হচ্ছেন তাঁরা ইসলামের আসল ধারা সম্পর্কে অজ্ঞতার পরিচয় দিচ্ছেন এবং নিজেদের ও ইসলামের মারাত্মক ক্ষতি করছেন।
আল্লামা ইমাম হায়াত বলেন, কোরআনুল কারীমে আল্লাহতায়ালা একজন মানুষকে হত্যা ও সমগ্র মানবমন্ডলীকে হত্যা বলে চরম অপরাধ হিসেবে সতর্ক করেছেন এবং হাদীস শরীফে খুনিকে মুসলিম নয় বলে ঘোষিত হয়েছে।
আল্লামা ইমাম হায়াত বলেন, পবিত্র হাদিস শরীফে সতর্ক করে দেয়া হয়েছে যে, ইসলামের নামে ৭৩টি দল হবে এবং সুন্নী নামে অভিহিত ইসলামের প্রকৃত দল ব্যতীত ৭২টিই হবে ঈমানের বিপরীত, পথভ্রষ্ট ও জাহান্নামী। অতীতের খারেজী, রাফেজী, শিয়া ও বর্তমানের ওয়াবী, মদুদী, কাদিয়ানী, তবলিগী প্রভৃতি দলমত স্পষ্টভাবে সেসব বাতেল ফেরকার অন্তর্গত যারা নানাবিধ বিজাতীয় মতবাদের সহায়তায় প্রকৃত ইসলাম ধ্বংসের জন্য ইসলামের নামে প্রতারণা করে যাচ্ছে। ইসলামের মূল বিষয় ঈমান বাদ দিয়ে ঈমানের কোন শর্ত অমান্য করে কোন আমল এবাদত হয় না, মুসলিম দাবীও হয় না। অথচ এসব দল ঈমানের বিভিন্ন মৌলিক বিষয়ে বিপরীত মত প্রচার করে, অপরদিকে আইন—আমল— মাসআলার প্রদর্শনী করে মানুষকে প্রতারণা করে। কোরআন ও হাদিস শরীফের অপব্যাখ্যাকারী দ্বীন বিকৃতিকারী মুসলিম ঐক্যবিণাশী এসব দলমতে যোগ দিয়ে সুন্নী তথা প্রকৃত মুসলিম দাবী করা যাবে না বরং বিশ্বাসঘাতক ও দ্বীনের শত্রু সাব্যস্ত হতে হবে।
আল্লামা ইমাম হায়াত বলেন, অনেকে না জেনে ভাল কাজ মনে করে তবলীগে গিয়ে প্রতারিত হচ্ছেন বিধায় আমরা এই বিনাশী ফেতনা সম্পর্কে সজাগ করে দিচ্ছি যে, এ দলের প্রতিষ্ঠাতা দিল্লির ইলিয়াছ মেওয়াতী তাঁর মলফুজাত বইতে নবুওত এবং নবী—রাসুল সম্পর্কে ঈমান   ধ্বংসাত্বক কুফরী উক্তি করেছে, ইসলামের পাঁচ মূলনীতি রদবদল করে মনগড়া ছয় মূলনীতি চালুর ধৃষ্টতা করেছে, পবিত্র কোরআনের নিষেধাজ্ঞা অমান্য করে বৈরাগ্য প্রবর্তন করে ঘরবাড়ী— মাতাপিতা—স্ত্রী ও সন্তানের ফরজ দায়িত্ব লংঘন করে যাযাবরের মত ঘুরে মুসলিম পরিবার ও সমাজকে দেউলিয়া করে দিচ্ছে, মসজিদগুলোকে মিথ্যা প্রচারের আস্তানা ও নোংরা বসত বাড়ী বানিয়ে অপবিত্র করছে, দ্বীনের অপব্যাখ্যা ও বিকৃতির মাধ্যমে মানসিক অস্বাভাবিকতা ও জীবনের ভারসাম্যহীনতা সৃষ্টি করছে, ইসলাম পরিপন্থী বিভিন্ন মতবাদের আধিপত্যের স্বার্থে ও মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য এরা দ্বীনের পূর্ণাংগতা বিনষ্ট করে দ্বীনের রাজনৈতিক দিক অস্বীকার করে দ্বীনকে অরাজনৈতিক গন্ডীবদ্ধ করছে, আল্লাহতাআলার আউলিয়া কেরামের শানে অবমাননা করে তাদের বরকতময় মাজার জিয়ারতে বাঁধা দিয়ে ইসলামের আধ্যাত্মিক দিক তাসাউফের আলো থেকে মুসলমানদের বঞ্চিত করছে, হাদিছ শরীফে ফরজ ঘোষিত মেয়েদের শিক্ষা রুদ্ধ করে এবং স্বাভাবিক পর্দার পরিবর্তে অতিপর্দার অবরোধ করে এরা মুসলিম মেয়েদের মানসিক পঙ্গু করে মুসলিম সমাজকে বিকলাঙ্গ করে দিচ্ছে।
আল্লামা ইমাম হায়াত বলেন, ওয়াবিবাদ সালাফিবাদ মওদুদিবাদ তালেবান তবলীগ শুধু ঈমান নষ্ট করে না, মানুষকে মানবতার শত্রু খুনি সন্ত্রাসী হিংস্র অমানুষ বানায়।
আল্লামা ইমাম হায়াত বলেন, ইসলাম এর ছদ্মনামধারী ঈমান বিণাশী দিন বিকৃতকারী ওয়াবি সালাফি মদুদী তালেবান তবলীগী ইত্যাদি উগ্রবাদি জঙ্গিবাদি সন্ত্রাসবাদি খুনি দল সমূহের বিরুদ্ধে সকল ঈমানদার মুসলিমকে জ্ঞানগত আদর্শিক সোচ্চার হওয়ার আবেদন জানিয়ে বলেছেন, ইসলামের নামে এসব খুন সন্ত্রাস জঙ্গিবাদ ইসলামকে কলঙ্কিত করছে এবং মুসলিম মিল্লাত ও মানবতার ধারাকে ধ্বংস করছে।
আল্লামা ইমাম হায়াত বলেন, আসল ইসলাম ও নকল ইসলাম সম্পর্কে জ্ঞানগত আদর্শিক জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেছেন, আসল ইসলাম আল্লাহতায়ালার উদ্দেশ্যে আল্লাহতায়ালার প্রত্যক্ষ আলো ও রাসুল প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে সব ঈমানদার ও সব মানুষকে ভালোবাসা এবং জীবনের সুরক্ষা ও সবার কল্যাণ সাধন করা। ধর্মের নামে এসব খুনাখুনি সংঘাত প্রকৃত ইসলামের সম্পূর্ণ বিপরীত উল্লেখ করে তিনি বলেন, খুন জুলুম স্বৈরতার ধারক কখনো ইসলামের ধারক নয় এবং প্রকৃত মুসলিম নয় এমনকি মানুষও নয়।