নতুন হামলার প্রেক্ষিতে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি রোববার যুদ্ধবিরতির জন্য ‘ইসরাইলের ওপর চাপ’ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।
বৈরুত থেকে এএফপি জানায়, রাজধানীর দক্ষিণ উপ-শহরে নতুন ইসরাইলি হামলার খবর পাওয়া গেছে।
মিকাতি বলেন, তিনি যুদ্ধবিরতির জন্য মার্কিন ও ফরাসি প্রচেষ্টাকে সমর্থন করেছেন।
সরকারি বার্তা সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’ বৈরুতের দক্ষিণে এক হামলার খবর জানিয়েছে। এক এএফপি সাংবাদিক জানান, তিনি ব্যাপক বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং ওই স্থানের উপর দিয়ে ধোঁয়ার কু-লী উড়তে দেখেন।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.