নগরীর ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডস্থ প্রশান্তি আবাসিক এলাকার অভ্যন্তরীণ সড়কগুলোর উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷
মঙ্গলবার উদ্বোধন অনুষ্ঠানে মেয়র বলেন, নগরীর আধুনিকায়নে যে কাজ চলছে তা বাস্তবায়নে জনগণের সহযোগিতা প্রয়োজন৷ আমি রাস্তা করে দিব, ফুটপাত করে দিব আর সে রাস্তা, ফুটপাত দখল করে হকাররা মানুষকে চলতে দিবেনা তা হতে পারেনা৷
“কাজের গুনগুত মান আপনারা তদারকি করবেন, কোথাও কোন কাজের গাফলতি ও নিম্ন মানের হলে আমাকে অবহিত করবেন৷ এ শহর মেয়রের একার শহর নয়, আপনাদেরও শহর। আসুন আমরা সকলে মিলে পরিস্কার পরিছন্ন স্মার্ট নগরী গড়ে তুলি।”
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর ড.নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সংরক্ষিত নারী কাউন্সিলর তছলিমা নুর জাহান রুবি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী তাবাসসুম, আলতাফ হোসেন, ইকবাল চৌধুরী, লোকমান আলী, শফিউল আলম চৌধুরী, আবুল কালাম আবু, আবু সুফিয়ান, মনির হাজি, মোঃ ফারুক, দিদার প্রমুখ৷