সমাজের উন্নয়ন কাজে নিয়োজিত পেশাজীবী বা এনজিও কর্মীদের লাগাতার কর্মব্যস্ততার কারণে অনেক ক্ষেত্রে শারিরীক ও মানসিকতায় একগেঁয়েমি ভাব চলে আসে। কর্মকর্তা-কর্মীবৃন্দের কর্মস্পৃহা, সক্ষমতা ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতেও ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই। এরই প্রেক্ষাপটে উন্নয়ন সংস্থা মমতা’র পরিচালক তৌহিদ আহমেদ এর সৃজনশীল উদ্যোগে গত ২-৬ই জানুয়ারী পর্যন্ত নগরীর একটি আধুনিক টার্ফে অনুষ্ঠিত হয় মমতা আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট। মমতার নিজস্ব কর্মকর্তা-কর্মীবৃন্দ স্বতস্ফুর্তভাবে এতে অংশগ্রহণ করে। ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের আনন্দের বাঁধভাঙ্গা জোয়ার, উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো । কারণ এনজিও সেক্টরে বিশেষত; চট্টগ্রামে এধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবারই প্রথম যা বিভিন্ন মহলে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। টুর্নামেন্ট এর আহ্বায়ক ও মমতার পরিচালক তৌহিদ আহমেদ এর ভাষায়ও সেটি স্পস্ট হয়েছে। তিনি বলেন, আমরা মমতার পক্ষ হতে কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা ও কর্মস্পৃহা, পারস্পরিক সৌহার্দবোধ বাড়াতে ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেছি। আশা করি এখন অন্যরাও এ থেকে অনুপ্রাণিত হবে। তিনি আরও বলেন, আমাদের নিজস্ব কর্মকর্তা-কর্মীরা এ থেকে বেশ উদ্দীপনা ও উৎসাহ পেয়েছে এবং আমরা আগামীতে এ ধারা অব্যহত রাখবো। মমতা আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে মমতার আইসিটি, প্রজেক্ট, মনিটরিং, ট্রেণিং, এইচআর, ফ্যাইনান্স, অডিট ও এমআইএস সহ মোট ৮টি টীম। গত সোমবার ৬ই জানুয়ারী উক্ত টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। এতে প্রথম সেমিফাইনালে অডিট ও ফাইন্যান্স টীম ও দ্বিতীয় সেমিফাইনালে আইসিটি ও এমআইএস টীম অংশগ্রহন করে এবং এমআইএস ও ফাইন্যান্স টীম ফাইনালে কোয়ালিফাই করে।
ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে খেলা সম্পন্ন হলেও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ফাইন্যান্স টীম জয়লাভ করে রানার্স-আপ হয় এমআইএস টীম। এদিকে টুর্ণামেন্ট এর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে টাইব্রেকারে অডিট টীমকে পরাজিত করে জয় লাভ করে আইসিটি টীম। টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচে বিজয়ীদের নিকট ট্রফি ও মেডেল তুলে দেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি একুশে পদকপ্রাপ্ত চট্টগ্রামের বরেণ্য সমাজসেবক ও মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। এসময় খেলোযাড়দের অংশগ্রহন ও তাদেরকে উজ্জীবিত করতে বক্তব্য রাখেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, মমতা আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট এর আহ্বায়ক ও পরিচালক তৌহিদ আহমেদ, পরিচালক ইকবাল আল মাহামুদ, সুব্রত বড়ুয়া, প্রিয়তোষ দাশ প্রমুখ।