চট্টগ্রাম প্রেস ক্লাব কর্মচারীদের,মাঝে আশা’র কম্বল বিতরণ

চট্টগ্রাম প্রেস ক্লাব কর্মচারীদের মাঝে আশা চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

গতকাল ৬ জানুয়ারী সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে আশা’র পক্ষ থেকে ডিভিশনাল ম্যানেজার এম.এম নফিজ মাহমুদ প্রেস ক্লাব সদস্য সচিব জাহিদুল করিম কচি’র নিকট কম্বল হস্তান্তর করা হয় । পরে সদস্য সচিব জাহিদুল করিম কচি এবং সদস্য মুস্তফা নঈম কর্মচারীদের হাতে তুলে দেন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই উপহার প্রদান করতে পেরে আশা কর্তৃপক্ষ আনন্দিত।

এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, আশা চট্টগ্রাম জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. নাছির উদ্দীন , সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. রেজাউল মামুন শিবলি, রিজিওনাল ম্যানেজার অমরেন্দ্র বসু ও সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. হুমায়ুন কবির, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রশাসনিক কর্মকর্তা রাজন বড়ুয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মনির উদ্দিন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মিজানুর রহমানসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন ।