জামায়াতে ইসলামী বায়েজিদ থানার ২ নম্বর জালালাবাদ প্রশাসনিক ওয়ার্ডের কলাবাগান সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে এক দাওয়াতী সভা স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জামায়াত নেতা নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দাওয়াতী সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলার কর্মপরিষদ সদস্য ও পৌরসভা আমীর মোহাম্মদ নজরুল ইসলাম ও ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা হাফেজ মুনিরুল ইসলাম, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আলমগীর, জামায়াত নেতা মোহাম্মদ জয়নাল আবেদিন, আব্দুল আজিজ মামুন প্রমুখ।
সভায় প্রধান অতিথি মোহাম্মদ উল্লাহ বলেন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে ইসলামী বিপ্লবকে ত্বরান্বিত করতে একদল দক্ষ, যোগ্য ও আদর্শের জন্য পাগলপারা কর্মী বাহিনী প্রয়োজন। তড়িঘড়ি করে মঞ্জিলে পৌঁছে যাওয়া আমাদের লক্ষ নয়। তাই ইসলামী জীবন-বিধান গ্রহণ ও তা বাস্তবায়নের মন মানসিকতা সম্পন্ন কাংখিত মানের কর্মীবাহিনী গঠন করে আমরা আমাদের লক্ষ্যে পৌছুতে চাই।