৫ ই আগষ্টের পট পরিবর্তনের পর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৩ নং ওয়ার্ডে চিহ্নিত চাঁদাবাজ মোরশেদ, সালাউদ্দিন, জহর মিস্ত্রি, হেলাল গং কখনো বিএনপি, কখনো যুবদল, কখনো ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে এলাকায় ব্যাপক চাঁদা বাজি এবং ভূমি দখল করার গুরুত্বর অভিযোগ উঠেছে।
এই মোরশেদ গংদের চাঁদাবাজি বিরুদ্ধে আজ রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী রফিক আহমেদ সহ এলাকাবাসী।
এই সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী আলী আহমেদ, নজীর আহমেদ, বদর উদ্দিন ও মো সাজ্জাদ সহ অন্যরা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও ভূমিদস্যু মোরর্শেদ, সালাউদ্দিন, জহির মিস্ত্রি, হেলাল গং তাদেরকাছ থেকে ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে। আমরা তাদের দাবীকৃত চাঁদা না দিলে তারা ক্ষিপ্তহয়ে গত ২১ শে ডিসেম্বর দলেবলে রাতের আধাঁরে শসস্ত্রভাবে বসতবাড়িতে হামলা করে। খবরপেয়ে স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। সংবাদ সম্মেলনে এসব চিহ্নিত সন্ত্রাসীদের বিরেুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং ভুক্তভোগী পরিবার পরিজনের জীবনের নিরাপত্তা দিতে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাসহ স্থানীয় প্রশাসনের জরুরী সহায়তা কামনা করেছেন।