চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর নেতৃত্বে রবিবার নগরীর হালিশহর থানাধীন ফইল্যাতলী বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ফইল্যাতলী বাজারের বিভিন্ন দোকানে ক্ষতিকর পলিথিন শপিং ব্যাগ ব্যবহার, মূল্য তালিকা না টাঙ্গানো এবং নালা ও ফুটপাত দখল করে দোকান বসানোর অপরাধে ১২ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ২৬ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। এই সময় প্রায় ২৫ কেজি ক্ষতিকর পলিথিন ব্যাগ জব্দ করা হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।