আল্লাহর কাছে জবাবদিহীতার মনোভাব নিয়ে দাওয়াতী কাজ করতে হবে

বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমীর বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামীর কর্মীদের আল্লাহর কাছে জবাবদিহীতার মানসিকতা নিয়ে দ্বীনের দাওয়াত সকল মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। আল্লাহর দেয়া নির্ধারিত সময়ের মধ্যে আমাদের অর্পিত দায়িত্ব যথার্থভাবে পালনের চেষ্টা করতে হবে। আল্লাহর দেয়া সমস্ত নেয়ামত ভোগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার মাধ্যমে তার প্রতি কৃতজ্ঞতা পোষন করতে হবে। আমাদের শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ ও সুস্থতার মত বড় নেয়ামত মানুষের প্রতি আল্লাহর দেয়া সৃষ্টির শ্রেষ্টত্বেরই বহি:প্রকাশ। দ্বীন কায়েমের দাওয়াত নিয়ে জামায়াতে ইসলামীর কর্মীদের সর্বস্তরের মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। তিনি প্রতিটি মহল্লায়, অলি-গলিতে “জিহাদ ফি সাবিলিল্লাহ ও ইনফাক ফি সাবিলিল্লাহ” এর দাওয়াত পৌঁছে দেয়ার আহ্বান জানান।
৪ নম্বর চান্দঁগাও ওয়ার্ডের অন্তর্গত চান্দগাঁও দক্ষিন সাংগাঠনিক ওয়ার্ডের কর্মী ও সহযোগী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সমাবেশের শুরতে দারসুল কোরআন পেম করেন ৪ নম্বর চান্দঁগাও প্রশাসনিক ওয়ার্ড সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল আজিজ শোয়াইব।
চান্দগাঁও দক্ষিন সাংগাঠনিক ওয়ার্ড সভাপতি খোরশেদ আহমেদের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, ৪ নম্বর চান্দঁগাও প্রশাসনিক ওয়ার্ড জামায়াতের আমীর মো. ওমর গণি, সমাবেশে আরও উপস্থিত ছিলেন ৪ নম্বর চান্দঁগাও ওয়ার্ড শূরা ও কর্মপরিষদ সদস্য রইসুর রহমান চৌধুরী তিতু, সাংগঠনিক ওয়ার্ড সেক্রেটারী মো. মহিউদ্দিন, ওয়ার্ড টিম সদস্য মনির আহমদ, ইকবাল মাহমুদ জসিম প্রমুখ।