যৌথসভা ডেকেছে বিএনপি 

নভেম্বরজাতীয় বিপ্লব সংহতি দিবস’-এর কর্মসূচি প্রণয়নে দল অঙ্গসংগঠনের যৌথসভা ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথসভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সকল বিভাগের সাংগঠনিক সহসাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক সদস্য সচিব, মহানগর উত্তর বিএনপির নেতারা, ঢাকা বিভাগের অধীন সকল মহানগর জেলার সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব এবং কেন্দ্রীয় অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি/আহ্বায়ক সাধারণ সম্পাদক/সদস্য সচিবেরা উপস্থিত থাকবেন।

যৌথসভা শেষে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম জাতীয় বিপ্লব সংহতি দিবসের কর্মসূচি ঘোষণা করবেন।

এর আগে সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় নভেম্বরজাতীয় বিপ্লব সংহতি দিবসজাঁকজমকভাবে পালন করার সিদ্ধান্ত হয়েছে। ওইদিন শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) মাজারে বড় ধরনের শোডাউন করবে দলটি। ঢাকা ছাড়াও সারা দেশের জেলা মহানগরে কর্মসূচি থাকবে।