লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান মাদার তেরেসা সম্মাননা

লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য উদীয়মান বাংলাদেশের জুরিবোর্ড কর্তৃক মাদার তেরেসা সম্মাননা-২০২৩ এ ভূষিত। উদীয়মান বাংলাদেশ কর্তৃক ২৪ ডিসেম্বর,২০২৪ পরিবাগ সংস্কৃতিক বিকাশ কেন্দ্রে একটি অনুষ্টানে সমাজ সেবা মূলক কার্যক্রমে অবদানের জন এই সম্মাননা প্রদান করা হয় । অনুষ্টানটি নভেম্বর ২০২৪ এ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মানবিক কার্জক্রম ও মানবসেবামূলক কাজে অবদানের জন্য সারা বাংলাদেশ থেকে ৮জন ব্যাক্তি ও সংগঠককে এই সম্মাননা প্রদান করা হয়। সাবেক জেলা জজ ও বিসিএস (বিচার) এসোসিয়েশনের মহা সচিব এডভোকেট সৈয়দ আবদুল্লাহ সহিদ মাদার তেরেসা সম্মাননা ২০২৩ তোলে দেন।
প্রাক্তন লিও জেলা সভাপতি (২০১৫-২০১৬) ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক পুরুষ বৃটিশ বিরোধী আন্দোলনের বীর সিপাহ সালার রাঙ্গুনীয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আযম আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর নাতি ও উনার যোগ্যতম উত্তরসূরী পীরে তরিকত মাওলানা মুহাম্মদ জিল্লুর রহমান আলীশাহ (রহঃ) ও মাহবুব সুলতানার এর কনিষ্ঠ সন্তান । বর্ণাঢ্য সেচ্ছাসেবী ক্যারিয়ারের অধিকারী লায়ন ওবায়দুর রহমান চট্টগ্রাম কলেজ থেকে ইংরেজী সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রী ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া হতে কামিল ডিগ্রী এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজম্যান্ট হতে পিজিডিএইচআরএম ডিগ্রী অর্জন করেন। লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান ২০১৪ সালে লিও জেলা ৩১৫বি ৪ বাংলাদেশের লিও অব দ্যা ইয়ার এ ভূষিত হন । বাংলাদেশের প্রথম দিককার কমিউনিটি বেইজ ব্লাড ডোনেশেন ও ডোনার তৈরির অন্যতম ব্লাড ডোনেশন অর্গানাইজার হিসেবে ২০০৮ ও ২০০৯ সালে পরপর দুইবার আর্ন্তজাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি ওঋজঈঝ কর্তৃক বেস্ট ব্লাড অর্গানাইজার এ্যাওয়ার্ড লাভ করেন। ২০০৯ সালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রতিনিধি হিসেবে মালয়েশিয়া ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের যুব দূত বা ইয়্যুথ এ্যামবেসডর হিসেবে ২০০৬সালে ভারতের রিপাবলিক ডে ক্যাম্পে অংশগ্রহন করেন।
লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান বেতাগী আনজুমানে রহমানিয়ার ভাইস প্রেসিডেন্ট, লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির স্থায়ী প্রকল্প হযরত শাহ জিল্লুর রহমান (র.) লায়ন্স চ্যারিটেবল আই সেন্টার ও মাহবুবা সুলতানা লায়ন্স সেলাই প্রশিক্ষনন কেন্দ্রের প্রধান সমন্বয়কারী । ছাড়াও তিনি আন্তর্জাতিক দুর্যোগ নেটওয়ার্ক (আইডিআরএন),চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন, ধরীত্রি রক্ষায় আমরা (ধরা), রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতি,চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশন, বাংলাদেশ এক্স ক্যাডেট এ্যাসোসিয়েশন, দুর্র্বার, কর্ণফুলী রেজিমেন্ট এক্স ক্যাডেট এ্যাসোসিয়শনের আজীবন সদস্য হিসেবে জড়িত আছেন। ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের প্রাক্তন আঞ্চলিক সমন্বয়কারী লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান পেশাগত জীবনে ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল, এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন, কোডেক, মমতা, যুগান্তর, সংশপ্তক,ব্লাস্ট, নওজোয়ান সহ বিভিন্ন সংস্থায় কর্মরত ছিলেন ।
বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি ও বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) শাহজাদা লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমানকে তার এই সম্মাননা অর্জনের জন্য অভিনন্দন জানান ।