আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরীর মোহারা কাপ্তাই রাস্তার মাথায় সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় এর নির্দেশনায় ট্রাফিক উত্তর বিভাগ নগরীতে অবৈধভাবে প্রবেশ করা গ্রাম সিএনজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
মোহরার ট্রাফিক ইন্সপেক্টর ( টিআই) কামরুজ্জামান রাজ এর নেতৃত্বে সকাল থেকে শুরু হওয়া অভিযানে ১৩টি গ্রাম সিএনজি আটক করা হয়। আটকৃত গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।এ সময় কর্মরত ট্রাফিক সার্জেন্ট ও ট্রাফিক পুলিশরা উপস্থিত ছিলেন।
টিআই কামরুজ্জামান রাজ বলেন, গ্রাম সিএনজির ব্যাপারে জিরো ট্রলারেন্স। পুলিশ কমিশনার ও ডিসি ট্রাফিক স্যারের নির্দেশনায় অনুযায়ী গ্রাম সিএনজি মেট্টোপলিটন এলাকায় ঢুকতে পারবে না। এটা আমাদের চলমান প্রক্রিয়া ও অভিযান অব্যাহত থাকবে ।