রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেছেন, ব্রিকসের আসন্ন শীর্ষ সম্মেলনে ২৪টি দেশের শীর্ষ নেতারা অংশ নেবেন। এসব নেতা এরিমধ্যে তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।খবর পার্সটুডে
তিনি বলেন ২৪ দেশের প্রতিনিধি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পর্যায়ের হবেন। তবে আরও অন্তত আট দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। সব মিলিয়ে এই সম্মেলনে ৩২ দেশের অংশগ্রহণ থাকবে। তিনি আরও বলেছেন, পররাষ্ট্র নীতি ইস্যুতে রাশিয়ায় অনুষ্ঠেয় একটি বৃহৎ সম্মেলন এটি।
উশাকভ আরও জানিয়েছেন, ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে ৯ দেশের শীর্ষ নেতা উপস্থিত থাকবেন। শীর্ষ সম্মেলনের কর্মসূচি দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি বৈঠক হবে যেখানে ন্যায়ভিত্তিক বৈশ্বিক উন্নয়ন ও নিরাপত্তার জন্য বহুপাক্ষিকতা শক্তিশালীকরণ গুরুত্ব পাবে। অন্য একটি বৈঠক হবে যার ভিত্তি হবে ব্রিকস প্লাস। সেই বৈঠকে সবাই মিলে একসঙ্গে ভবিষ্যত পৃথিবী গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।
রাশিয়ার কাজানে আগামী ২২ অক্টোবর থেকে ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু হয়ে শেষ হবে আগামী ২৪ অক্টোবর। এতে ব্রিকসের সদস্য দেশগুলোর পাশাপাশি বিভিন্ন মহাদেশের কয়েকটি দেশের প্রতিনিধিদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
বর্তমানে ব্রিকসের সদস্য সংখ্যা ১০। এগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরান, মিশর, সৌদি আরব, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেপ্টেম্বর মাসে বলেছেন, বিশ্বের আরও ৩৪টি দেশ ব্রিকসে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে।
প্রসঙ্গত, ব্রিকস বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো পশ্চিমা আধিপত্যবাদী প্রতিষ্ঠানগুলোর বিকল্প হিসাবে নিজেকে তুলে ধরে।