রাশিয়ান ও চীনা নৌবাহিনীর জাহাজগুলো প্রশান্ত মহাসাগরের উত্তর-পূর্বে একটি যৌথ টহলে যোগ দিয়েছে। মঙ্গলবার রাশিয়ার সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে মস্কো থেকে এএফপি এ কথা জানায়।
এতে বলা হয়, ন্যাটো বেইজিংকে ইউক্রেনে মস্কোর যুদ্ধের একটি সমর্থক বলে অভিহিত করায় দুই দেশের সম্পর্ক আরো গভীরতর করতে রাশিয়া ও চীনের যৌথ সামরিক মহড়ার পর জাহাজগুলো সাবমেরিন-বিরোধী কৌশল অনুশীলনে যোগ দিয়েছে।
সেপ্টেম্বরের গোড়ার দিকে চীন জানায়, দুই পক্ষ যৌথ সামুদ্রিক টহলে অংশ নেবে এবং চীন রাশিয়ার ‘ওশান-২০২৪’ কৌশলগত মহড়াতেও অংশগ্রহণ করবে। জুলাই মাসে, দুই দেশ চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ঝানজিয়াং নগরীর চারপাশে সমুদ্র ও আকাশসীমায় যৌথ মহড়া করেছে।
২০২২ সালে মস্কো ইউক্রেনে আক্রমণ শুরুর প্রাক্কালে তারা এক ‘সীমাহীন’ অংশীদারিত্ব ঘোষণা করেছে।
প্রশান্ত মহাসাগরে রাশিয়া ও চীনা নৌবাহিনীর যৌথ টহল
প্রকাশ : ৮ অক্টোবর, ২০২৪ ১:১১ : অপরাহ্ণ |
বিভাগ : আর্ন্তজাতিক
59 বার