চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নুর আহমেদ সিদ্দিককে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নুর আহমেদ সিদ্দিক কোতোয়ালী থানাধীন পাথরঘাটার ১ নম্বর হাজী নজুমিয়া লেন এলাকার মৃত সিদ্দিক আহমেদের ছেলে।
বুধবার (২ অক্টোবর) রাত পৌন ১০ টায় পাথরঘাটা এলাকার নজুমিয়া লেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, নুর আহমেদ সিদ্দিক ৩৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পুলক খাস্তগীরের সাথে রাজনীতিতে সম্পৃক্ত ছিল এবং সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (পিআর) কাজী মো. তারেক আজিজ।