বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি জননেতা আলহাজ¦ শাহজাহান চৌধুরী বলেছেন, ৩৬ জুলাই’২৪ এর পর দেশ আবার স্বাধীন হয়েছে। দেশকে পুনর্গঠনের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন বাংলাদেশকে সমৃদ্ধশালী করার জন্য দেশ গড়ার প্রত্যয় নিয়ে জামায়াতে ইসলামীর শপথের কর্মী হিসেবে ৫ অক্টোবর’২৪ চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলন সফল করার জন্য সকলের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান। উক্ত রুকন সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. মুহাম্মদ শফিকুর রহমান।
জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্যদের এক বৈঠক দেওয়ান বাজারস্থ জামায়াত কার্যালয়ে সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। এতে তিনি সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান, অধ্যাপক মুহাম্মদ নুর, আমির হোসাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, মাহমুদুল আলম প্রমুখ।
সভায় জামায়াত নেতৃবৃন্দ বলেন, রুকনরা হচ্ছে জামায়াতের মূলশক্তি। আন্দোলনের সম্প্রসারণ ও মজবুতি নির্ভর করে রুকনদের উপর। সংগঠনের পরিকল্পনা গ্রহণ, তিন দফা দাওয়াত, প্রচার-প্রসার এবং ৪ দফা কর্মসূচি বাস্তবায়ন রুকনদের কাজ।
নগর জামায়াতের আমীর আলহাজ¦ শাহজাহান চৌধুরী বলেন, রুকনদের ব্যক্তিগত জীবনে জ্ঞানার্জন এবং নৈতিক চরিত্র উন্নত করার লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
তিনি রুকনদের মানোন্নয়নের জন্য আগামী ৫ অক্টোবর মহানগরীর ষান্মাসিক রুকন সম্মেলন সফল করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অভ্যর্থনা, মঞ্চ ও ডেকোরেশন সাব-কমিটির সভা
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৫ অক্টোবরের রুকন সম্মেলন সফল করুন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১:১৯ : অপরাহ্ণ |
বিভাগ : চট্টগ্রাম মহানগর
95 বার