নীতি সুদহার বা রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ শতাংশ থেকে ৯ দশমিক ৫০ শতাংশে পুন:নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
নীতি সুদহার বাড়ানোর এ সিদ্ধান্ত আগামীকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে বলে আজ বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নীতি সুদহার করিডোরের উর্ধ্বসীমা স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) সুদহার ১০ দশমিক ৫০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১১ শতাংশে পুনঃনির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া, নীতি সুদহার করিডোরের নিন্মসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সুদহার ৭ দশমিক ৫০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮ শতাংশে পুনঃনির্ধারণ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক তফসিলি ব্যাংকগুলোকে স্বল্প সময়ের জন্য যে সুদহারে ঋণ দেয়, সেটাই হচ্ছে রেপো রেট বা নীতি সুদহার।
নীতি সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ৫:৫২ : অপরাহ্ণ |
বিভাগ : অর্থনীতি
79 বার