প্রতিনিধি হাটহাজারী
চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট বাসন্তী প্রভা পালিতের আয়োজনে ও সভাপতিত্বে হাটহাজারীতে ফল উৎসব উদযাপিত হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ফল উৎসবে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস গনি চৌধুরী। নাঙ্গলমোড়া ইউপি সংরক্ষিত নারী সদস্য ফাতেমা বেগমের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন, পৌর প্রশাসক আলহাজ্ব মঞ্জুরুল আলম চৌধুরী। এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দিলরুবা ইয়াসমিন, কার্য নির্বাহী সদস্য ও গুমানমর্দ্দন ইউপি সদস্য বিবি ফাতেমা শিল্পী, কার্য নির্বাহী সদস্য জাহানারা সেকান্দর, সমাজকর্মী বনানি মজুমদার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ হাটহাজারী শাখার সভাপতি শ্রী গোবিন্দ প্রসাদ মহাজন। শুরুতে পবিত্র কোরান তেলোয়াত করেন ধলই ইউপি ৪, ৫ ও ৬ সংরক্ষিত মহিলা আসনের সদস্য রাজিয়া বেগম। গীতা ও ত্রিপিটক পাঠ করেন পান্না সেন ও সখি বড়ুয়া।
হাটহাজারীতে জমজমাট ফল উৎসব উদযাপিত
প্রকাশ : ১০ জুলাই, ২০২৪ ২:৩৭ : অপরাহ্ণ |
বিভাগ : বৃহত্তর চট্টগ্রাম
155 বার