প্রতিনিধি হাটহাজারী
হাটহাজারী উপজেলার ঐতিবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে শিক্ষার মানউন্নয়নকল্পে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭জুলাই) দুপুরে উক্ত প্রতিষ্ঠানের মাঠে প্রতিষ্ঠান প্রধান মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিক মোঃ শাহাদাত হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নূরুল আবছার চৌধুরী।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ও আগামী হাটহাজারী পৌরসভা সম্ভাব্য নির্বাচনের মেয়র প্রার্থী মোহাম্মদ রাশেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির দাতা সদস্য কামরুল হাসান কাদেরী, অভিভাবক সদস্য আলহাজ্ব রফিক মিয়া, শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ ফিরোজ মন্টু, মহিলা অভিভাবক সদস্য রোকসানা আকতার, কলেজ কো অর্ডিনেটর সুচিত্রা চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক সুদেব কুমার শীল, শিক্ষক -অভিভাবক কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ অভিভাকবৃন্দ।