ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উদ্যাপন উপলক্ষে সকালে কেন্দ্রের প্রাঙ্গনে জাতীয় পতাকা ও আইইবি’র পতাকা উত্তোলনের পর নগরীতে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
আইইবি চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার সকালে কেন্দ্রের সেমিনার কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনাময় করা হয়।
গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনাময় সভায় কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম. এ. রশীদ এর সভাপতিত্বে কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান সাংবাদিকদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী রাজীব বড়ুয়া, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী এম শাহজাহানসহ ঊর্ধ্বতন প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনাময় কালে কেন্দ্রের পক্ষ থেকে কিছু দাবী উত্থাপন করা হয়। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে-প্রকৌশলীদের পদোন্নতি এবং পদায়ন নিশ্চিত করা, পলিটেকনিক শিক্ষকদের বর্তমান চাকুরী কাঠামো পরিবর্তন, বিভিন্ন প্রকৌশল সংস্থাসমূহকে বিসিএস ক্যাডারভূক্তকরণ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশল উইং সৃষ্টি, বিভিন্ন প্রকল্পে প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) নিয়োগ, বিউবো’র নিয়ন্ত্রণাধীন সকল বিদ্যুৎ সেক্টরকে সমন্বিত করা।