চট্টগ্রাম ৩১ নং আলকরন ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুমের নির্দেশনায় গরমের তীব্র দাবদাহে ক্লান্ত ও পরিশ্রান্ত রাস্তার সাধারন নারী, পুরুষ ও শিশুদের মাঝে ঠান্ডা পানিয় শরবত ও ওরস্যালাইন বিতরন করা হয়েছে।
আজ সকালে নগরীর সদরঘাট এলাকায় সেচ্ছােসবী সংগঠন মাতৃময় বন্দনার উদ্যোগে এসব পানি ও খাবার স্যালাইন বিতরন করা হয়।
সংগঠনের সভাপতি সুজন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১ নং আলকরন ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম।
এসময় আরো উপস্থিত ছিলেন আলকরন ওয়ার্ড যুবলীগের যুগ্ন আহবায়ক আল মামুন ও মোর্শেদ, সাধারন সম্পাদক নয়ন বড়ুয়া, প্রান্ত মহাজন,অংকন বিশ্বাস,রঞ্জন দাস,তম্ময় মজুমদার,জিকু বিশ্বাস সহ আরো অনেকে।
এসময় প্রায় ৫০০ পথচারীদের মাঝে শীতল সরবত ও খাওয়ার স্যালাইন বিতরন করা হয়।