স্কাউট আন্দোলন একটি শিক্ষামূলক কার্যক্রম। শিশু,কিশোর ও যুবকদের সুশৃঙ্খল, পরোপকারী, আত্মনির্ভরশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রম খুবই কার্যকর। স্কাউটিং কার্যক্রম কেবলমাত্র বইয়ের পাতায় সীমাবদ্ধ নির্দেশিকা বা ঘোষণা নয়। স্কাউটিং মূলতঃ মুক্তাঙ্গনের শিক্ষা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ২টি করে স্কাউট ইউনিট সৃষ্টি ও কার্যক্রম জোরদার। উপজেলা স্কাউট সম্পাদক মাস্টার মোবারক আলী জানান, লোহাগাড়া উপজেলায় স্কাউটস কার্যক্রম শুরু হয় সাতকানিয়া উপজেলা থেকে পৃথক হওয়ার পর অর্থাৎ ১৯৮৬ সাল থেকে। ওই সময় এ সংগঠনকে উজ্জীবিত করে প্রাণ সঞ্চার করেছেন বিশেষ করে বাবু জয়দত্ত বড়ুয়া,মরহুম আবুল হোসেন, ফজলুল কাদের প্রমুখ। প্রথম সম্পাদক হিসেবে দাযিত্ব পালন করেছেন মরহুম সমশুল ইসলাম মাস্টার। পরবর্তীতে বাবু জয়দত্ত বড়ুয়া। সে’ই ধারাবাহিকতায় মাস্টার সামশুদ্দীন,মোঃ আজম খান, মোবারক আলী, মিসেস স্বপ্নদেবী। বর্তমানে দায়িত্ব পালন করে যাচ্ছেন মোবারক আলী।
লোহাগাড়া উপজেলা স্কাউট কার্যক্রমের একটি সম্ভাবনাময় জনপদ। এখানে অসংখ্য স্কুল,মাদরাসা, কলেজে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী আছে। উপজেলা স্কাউটস নির্বাহী কমিটির ঐকান্তিক প্রচেষ্টায় এ উপজেলা হতে প্রতি বছর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে আসছে। ইতিমধ্যে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে তন্মধ্যে রয়েছে দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, সুখছড়ি উচ্চ বিদ্যালয়, এম.এইচ নুরুল আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়। ২০২৩ সালে উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাড়াও লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়, বি.জি সেনের হাট উচ্চ বিদ্যালয় , কলাউজান ডা.এ. বজলুল রহমান উচ্চ বিদ্যালয়, সুখছড়ী রহমানিয়া আদর্শ দাখিল মাদরাসা সাফল্য অর্জন করতে যাচ্ছে।
স্কাউট একটি সেবাও শিক্ষামূলক অরাজনৈতিক সংগঠন। এর সাংগঠনিক কাঠামো মতে উপজেলা পর্যায়ে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার। তাঁর গতিশীল নেতৃত্বে ও দক্ষ নির্দেশনায় লোহাগাড়া উপজেলা স্কাউট’র কার্যক্রম বর্তমানে প্রশংসনীয়ভাবে এগিয়ে যাচ্ছে। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসারের দক্ষ নির্দেশনায় উপজেলা সম্পাদক মোঃ মোবারক আলী ২০২৪ সালে এক বছরের কার্যক্রমের যে ক্লান্ডার প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় প্রেরণ করেছেন তা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। সত্যিকার অর্থে এ ক্যালেন্ডার অনুসরন করলে একজন শিক্ষার্থী অবশ্যই কর্মঠ, মূল্যবোধ সম্পন্ন, দেশপ্রেমিক, আদর্শ নাগরিক ও বহুমুখী প্রতিভাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠবে। লোহাগাড়া উপজেলা স্কাউটসকে সার্বিক এবং সহযোগিতা ও দিক নির্দেশনা দিয়ে আসছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং স্কাউট কমশিনার। এ’ছাড়া বিশেষ সহায়তা দিয়ে যাচ্ছেন এলাকার কতিপয় ব্যক্তিবর্গ। যে কারণে লোহাগাড়া উপজেলা স্কাউটদল নিজ বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান হতে প্লাষ্টিক বর্জ্য অপসারন,বৃক্ষরোপন,বিদ্যালয় আবর্জনামুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা, বাল্যবিবাহ-বহুবিবাহ রোধে সচেতনতা সৃষ্টি, ঠিকাদান কর্মসূচি এবং মাদকমুক্ত সমাজ গঠনে অবদান রাখতে সক্ষম হয়েছেন। ফলে, সুদূরপ্রসারী পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে লোহাগাড়ায় স্কাউটিং কার্যক্রম।
লোহাগাড়ায় স্কাউটিং কার্যক্রমের গতিশীলতায় শিশু শিক্ষার্থী সদস্যদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি
প্রকাশ : ৩ জানুয়ারি, ২০২৫ ১:৩৮ : অপরাহ্ণ |
বিভাগ : চট্টগ্রাম মহানগর
19 বার