‘সেভেন ডেজ’ রেস্টুরেন্টকে জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃহস্পতিবার নগরীতে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। চসিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে অভিযানকালে প্রত্যক্ষ করে নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় সেভেন ডেজ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সিটি কর্পোরেশনের নির্ধারিত জলদাখানায় পশু জবাই না করে তাদের কারখানায় অবৈধভাবে গরু ছাগল জবাই করে নালায় নাঁড়ি ভুঁড়ি, রক্ত ও উচ্ছিষ্ট অংশ ফেলে পরিবেশ দূষণ করছে। অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কারখানায় ভিতর বিরানী প্রস্তুুত করে। নিষিদ্ধ রাসায়নিক ও সস্ ব্যবহার, অস্বাস্থ্যকরভাবে নালার উপর খাদ্যপণ্য সংরক্ষণ করে। কারখানায় মুরগীর ফ্রোজেন পণ্যে মেয়াদ না থাকায়, অনুমোদনহীন ঔষধে খাদ্যপণ্য প্রস্তুুত করা এবং ষোলশহরস্থ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্সে ব্যবসার ধরণ ভিন্ন হওয়ার অপরাধে ‘সেভেন ডেজ’ রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেট কে সহায়তা প্রদান করেন।