নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সাবেক সচিব হেলালুদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা কে বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক সচিব হেলালুদ্দীনকে ঢাকা মেট্রোপলিটন থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে কোতোয়ালী থানা পুলিশ হেফাজতে রয়েছে।
তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হবে।