কুতুবদিয়ায় নোঙর করা জাহাজে আগুন

 

কক্সবাজারের কুতুবদিয়ার পশ্চিমে নোঙর করা এলপিজি বহনকারী লাইটারেজ জাহাজ সোফিয়ার আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কোস্টগার্ড ও নৌবাহিনী।

 

নৌবাহিনী জানায়, আগুন নেভাতে কাজ করছে নৌবাহিনীর ৫টি অত্যাধুনিক জাহাজসহ কোস্ট গার্ডের ২টি জাহাজ ও চট্টগ্রাম বন্দরের জাহাজ। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুনের ভয়াবহতা অনেকটাই ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে।

 

রবিবার (১৩ অক্টোবর) নৌবাহিনী থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরের কুতুবদিয়া এ্যাঙ্করেজের দক্ষিণে অবস্থানরত এলপিজি বহনকারী লাইটারেজ জাহাজ সোফিয়ার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনীর ৫টি অত্যাধুনিক জাহাজসহ কোস্ট গার্ডের ২টি জাহাজ ও চট্টগ্রাম বন্দরের জাহাজ। গতকাল মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বহিঃনোঙ্গরে টহলে থাকা নৌবাহিনী জাহাজ শাপলা। পরবর্তীতে নৌবাহিনীর আরও ৪টি জাহাজ ও কোস্ট গার্ডের ২টি জাহাজ আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়।

 

নৌবাহিনী ও কোস্ট গার্ডের সম্মিলিত প্রচেষ্টায় আগুনের ভয়াবহতা অনেকটাই ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে। এছাড়া জাহাজটিতে থাকা ২১ জন ক্রুকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা প্রদান করছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের মেডিকেল দল। বর্তমানে নৌবাহিনী ও কোস্ট গার্ডের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের জাহাজও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

এর আগে গতকাল শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।