নতুন প্রাপ্ত স্বাধীনতা কিছুতেই ব্যর্থ হতে দেয়া যাবে না – জসিম উদ্দিন চৌধুরী

দীর্ঘ ১৭ বছর আওয়ামী সরকার বাংলাদেশের জনগণের সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। সত্যিকার অর্থে কোন স্বাধীনতাই ছিল। বিএনপি দীর্ঘদিন যাবত এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে অসংখ্য নেতাকর্মী হারিয়েছে, অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, হত্যা হয়েছে, লাখো লাখো মামলার আসামি হয়েছে। এই পটভূমিতে ৫ আগস্ট ছাত্র জনতার বীরত্বপূর্ণ ভূমিকা এই সরকারকে পদত্যাগে বাধ্য করেছে ।দেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। দেশের জনগণ আজ মুক্ত। কিন্তু সত্যিকার অর্থে স্বাধীনতাকে অর্থবহ করতে আরো অনেক পথ বাকি। নতুন প্রাপ্ত স্বাধীনতা কিছুতেই ব্যর্থ হতে দেয়া যাবে না।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাউজান উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সোহেল ও নোয়াপাড়া ইউনিয়নের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেনকে অপহরণ করে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে আজ ৩ অক্টোবর বিকেল ৪টা নোয়াপাড়া পথের হাটে রাউজান উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী উপরোক্ত বক্তব্য রাখেন।
রায়হান উদ্দিন ইরফানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্যে রাউজান উপজেলা কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন বলেন, রাউজানে লুটপাট চলবে না।কেউ এধরনের কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ পেলে কেন্দ্রীয় নির্দেশনা মতে তাদেরকে বহিষ্কার করা হবে।সভায় আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি হাসান মোহাম্মদ জসিম, পৌরসভা বিএনপির আহ্বায়ক আবু মোহাম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মণিরুল আলম জনি, বিএনপি নেতা ইফতেখার উদ্দিন খাঁন, শফিউল আলম চৌধুরী এইচ এম নুরুল হুদা, শামসুল হক বাবু, ফরিদা আখতার, সেলিম নুর, জিয়াউদ্দিন, নাছির উদ্দিন, এডভোকেট আবু সাঈদ, জয়নাল আবেদীন সোহেলের পিতা শওকত আলী, এমদাদুল হক, আইয়ুব খান জনি, মোঃ ফোরকান, আব্দুল হক,এন এ বাবুল, আবু তাহের, শেখ নাজিম উদ্দিন,রহিম উদ্দিন ওয়াসিম, মহিউদ্দিন শাহজান সাহিল, মোঃ কাদের মোঃ আকবর, মিনহাজ উদ্দিন, মোঃ মামুন, মোঃ শাকিল।অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রদল রাউজান উপজেলার সদস্য সচিব সাফায়েত হোসেন রাকিব।