ইসরাইলের সামরিক ও নিরাপত্তা ঘাঁটিগুলোতে ইরানের সামরিক হামলার ব্যাপারে মার্কিন কর্মকর্তারা তেহরানের সমালোচনা করে এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে তাদের দায়িত্ব শেষ করেছেন। পার্সটুডে ফার্সি জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরাইলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যায়িত করে এর নিন্দা জানাতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
ইসরাইলের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়- পেন্টাগন এক বিবৃতিতে বলেছে: “ইরান মার্কিন স্বার্থে আঘাত হানলে আমরা আমাদের নাগরিকদের নিরাপত্তা রক্ষা করব। আমরা এই বেপরোয়া হামলার নিন্দা জানাই এবং নিজের প্রক্সি গ্রুপগুলোর মাধ্যমে যেকোনো ধরনের হামলা বন্ধ করতে তেহরানে প্রতি আহবান জানাই।”
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক মিলারও ইসরাইলে হামলা চালানোর বিষয়টি আগেভাগে না জানানোর কারণে তেহরানের সমালোচনা করেছেন। তিনি ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেছেন: ইরান ইসরাইলে হামলা চালানোর আগে বিষয়টি নিয়ে আমাদেরকে কিছুই জানায়নি।
এদিকে ইরান ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর হোয়াইট হাউজ বলেছে যে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইরানের হামলার বিষয়টি খতিয়ে দেখছেন এবং প্রেসিডেন্ট বাইডেন এ ব্যাপারে ইসরাইলকে সাহায্য করার নির্দেশ জারি করেছেন।
হোয়াইট হাউজের মুখপাত্র কারিন জন পিয়ের সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন, ইসরাইলে হামলা চালানোর কারণে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
তিনি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতি ইঙ্গিত করে বলেন: ইরানের বিরুদ্ধে আমাদের বিস্তৃত নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং নিঃসন্দেহে আমরা সেগুলো বাস্তবায়ন করে যাব।
ইসরাইলের হাতে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন, তেল আবিবের হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ, আইআরজিসি কমান্ডার সাইয়্যেদ আব্বাস নিলফোরুশনের শাহাদাত এবং লেবানন ও ফিলিস্তিনের নিরপরাধ নারী, পুরুষ ও শিশুদের রক্তপাতের ব্যাপারে বেশ কিছুদিন ধৈর্যধারণ করার পর ইরান অবশেষে গত মঙ্গলবার জাতিসংঘ ঘোষণা অনুযায়ী আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করে ইসরাইলের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে অন্তত ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব হামলায় ইসরাইলি ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তার সঠিক চিত্র প্রকাশ করেনি তেল আবিব।
পার্সটুডে