নিরাপত্তা পরিষদের উচিত ফিলিস্তিন জাতিকে ধ্বংস করার ইসরাইলি প্রচেষ্টা থামানো: ইরান

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বলেছেন: গত আট দশক ধরে দখলদারিত্ব ও নিপীড়নের মাধ্যমে ফিলিস্তিনি জাতিকে ধ্বংস করার ইসরাইলি নিষ্ঠুর পরিকল্পনা বন্ধ করতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিনের পরিস্থিতি সম্পর্কে বলেছেন: নেতানিয়াহু এবং তার সহযোগী অপরাধী চক্রকে সবচেয়ে ভয়াবহ অপরাধযজ্ঞ চালানোর জন্য গ্রেপ্তার এবং বিচার করা উচিত ছিল। জাতিসংঘ সম্মেলনে তার উপস্থিত হওয়ার সুযোগ দেয়া উচিত হয়নি যাতে সে তার অন্যায় কাজের জন্য গর্ব করতে পারে। পার্সটুডে-এর মতে, আব্বাস আরাকচি বলেছেন: নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতা প্রতি মুহূর্তে হ্রাস পাচ্ছে কারণ ইসরাইলের প্রধান সমর্থকদের বাধার কারণে এই পরিষদ তার দায়িত্ব পালন করতে পারছে না।

ইসরাইলের যুদ্ধকামী নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক সমর্থনের উপর নির্ভর করছে উল্লেখ করে আরাকচি আরো বলেছেন: গাজায় ইসরাইল যেসব অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করছে তার একটি বড় অংশ আমেরিকান অস্ত্র।তাই ইসরাইলি অপরাধযজ্ঞের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রও জড়িত। তিনি বলেন, বিশ্ব যখন ক্ষোভ ও ঘৃণার সাথে ইসরাইলি কর্মকাণ্ড প্রত্যক্ষ করছে তখন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, জার্মানিসহ আরো কিছু দেশ ইসরাইলের প্রতি সহমর্মিতা দেখাতে ব্যস্ত। এ অবস্থায় আপনি কি সত্যিই আশা করেন যে বিশ্ব সম্প্রদায় মানবাধিকারের ব্যাপারে পাশ্চাত্যের দাবির প্রতি আস্থা রাখবে?

গত বছরের ৭ অক্টোবর থেকে, পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে ইসরাইল ফিলিস্তিনের অসহায় ও নিপীড়িত জনগণের বিরুদ্ধে গাজা উপত্যকা এবং জর্ডান নদীর পশ্চিম তীরে ব্যাপক গণহত্যা চালিয়ে যাচ্ছে।