গাজায় ইসরাইলি অভিযানে প্রাণহানীর ঘটনা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব গতকাল (রবিবার) বলেছেন: গাজায় ইসরাইলের সামরিক অভিযানে মৃত্যু ও ধ্বংস নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গতকাল (রবিবার) পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। পার্সটুডে আরও জানিয়েছে, গুতেরেস বলেছেন: গাজায় ইসরাইলের সামরিক অভিযানে মৃত্যু ও ধ্বংস নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। লেবাননকে আরেকটি গাজায় পরিণত করার আশঙ্কায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

জাতিসংঘের মহাসচিব এ প্রসঙ্গে বলেছেন: আমরা উদ্বিগ্ন যে লেবানন আরেকটি গাজা হয়ে না ওঠে। সেরকম কিছু হলে বিশ্বের জন্য আরেকটি বিধ্বংসী ট্র্যাজেডির জন্ম হবে বলে তিনি মন্তব্য করেন।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলও শুক্রবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরাইলি বর্বর হামলার পর পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।

সংবাদ সূত্রগুলো গতকাল সন্ধ্যায় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচ থেকে দুই শিশুর মরদেহ বের করার পর বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরাইলি বিমান হামলায় শহীদের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কয়েকজন শহীদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে।

গত শুক্রবার ইহুদিবাদী ইসরাইল বৈরুতের দক্ষিণ শহরতলির ঘনবসতিপূর্ণ এলাকার একটি ভবন লক্ষ্য করে হামলা চালায়। ওই হামলায় কমপক্ষে ৫০ জন শহীদ হয় এবং অসংখ্য আহত হয়েছে