শুলকবহরের বন্ধন ক্লাবে গঠনতন্ত্র লঙ্ঘন

চট্টগ্রাম সিটির শুলকবহরের বন্ধন ক্লাবের ৩০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনে ক্লাবের গঠনতন্ত্র লঙ্ঘন করে ১৩জনকে নতুন সদস্য হিসেবে দেখানো হয়েছে। যেখানে প্রজ্ঞাপন জারির মাধ্যমে যাচাই-বাছাই করে, সাধারণ সভা ডাকার মাধ্যমে অনুমোদন দিয়ে ক্লাবের নতুন সদস্য নিতে হয়, সেখানে গঠনতন্ত্রের তোয়াক্কা না করে ক্লাবের সভাপতি হাসান উদ্দিন নিজের নাবালিকা মেয়েসহ আত্মীয়-স্বজনকে ক্লাবের সদস্য করে আগামী কার্যকর কমিটির নির্বাচনে জেতার নীল নকশা অংকন করছেন।
এসব অনিয়ম বন্ধন ক্লাবকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ক্লাবের অধিকাংশ সদস্য ও সদস্যা এর বিরুদ্ধে একত্রিত কর্মসূচি দেয়ার চিন্তা-ভাবনা করছেন।
ম্যাগাজিনটির সম্পাদকীয় করেছেন ক্লাবের সদস্য রিয়াদ বিন মাহবুব। তিনি গত ১৯ জুন ক্লাবের কার্যকরী উপদেষ্টা চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পত্রে তিনি বলেন, ‘ম্যাগাজিনে বন্ধন ক্লাবের গঠনতন্ত্র সম্পূর্ণ লঙ্ঘন করে ১৩ জনকে ছবিসহ নতুন সদস্য হিসেবে দেখানো হয়েছে। এটি কার্যকরী কমিটিতে রেজুলেশন হয় নাই, কোন সাধারণ সভা বা কার্যকরী কমিটির সভায় অনুমোদন নেয়া হয় নাই।’
অভিযোগ পত্রে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন রিয়াদ বিন মাহবুব।
রিয়াদ বিন মাহবুব বলেন, ‘আমাকে সম্পাদকীয় রেখে নিজের ইচ্ছেমত সদস্য ঢুকিয়েছে অথচ আমাকে জানানো হয়নি। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমি ক্লাবের কার্যকরী উপদেষ্টা চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।’