“ভুল ভুলাইয়া ৩” : মুক্তির আগেই দেড়’শ কোটি টাকার ব্যবসা

মুক্তির আগেই দেড় শ কোটি টাকার ব্যবসা করে নিয়েছে কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি অভিনীত “ভুল ভুলাইয়া ৩” সিনেমা।

জানা গেছে, “ভুল ভুলাইয়া ৩” সিনেমার ডিজিটাল স্বত্ব নেটফ্লিক্স, আর স্যাটেলাইট স্বত্ব সনি নেটওয়ার্ক কিনেছে। আর এই সিনেমার মিউজিক্যাল স্বত্ব অবশ্যই টি-সিরিজের কাছে আছে। কার্তিক-তৃপ্তির এই সিনেমার গান থেকে মুনাফা হবে বলে আশা করছে টি-সিরিজ কর্তৃপক্ষ। “ভুল ভুলাইয়া ৩”-এর পাঁচটি হিট গান আছে। সব মিলে এই সিনেমা মুক্তির আগে প্রাথমিক স্বত্ব থেকে নির্মাতারা মোট বাজেটের অনেকটা অংশ নিজেদের ঝুলিতে পুরে ফেলেছেন বলে ধারণা করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা। “ভুল ভুলাইয়া ৩” নির্মাণ করতে নির্মাতাদের প্রায় ১৭০ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা গেছে। তাই সিনেমা মুক্তির আগেই কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলতে চলেছেন তারা।

“ভুল ভুলাইয়া ৩’” সিনেমার ট্রেলার ৬ অক্টোবর মুম্বাইয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তি পাওয়ার কথা। সিনেমাটি দিওয়ালি উপলক্ষে আগামী ১ নভেম্বর মুক্তি পাবে। এই সিনেমার সঙ্গে মুখোমুখি হবে রোহিত শেট্টির “সিংঘম এগেইন”।