কক্সবাজারের কোর্ট থেকে পালালো রোহিঙ্গা আসামি

 

কক্সবাজারের কোর্ট থেকে মামলার আসামি মামুন নামের এক রোহিঙ্গা পালিয়ে গেছে।

বুধবার (২ অক্টোবর) সকালে উখিয়া থেকে কক্সবাজার আদালতের সেল ঘরে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাত থেকে পালিয়ে যায় ওই রোহিঙ্গা। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন।

তিনি জানান, রোহিঙ্গা মামুনকে ক্যাম্প থেকে আটক করে পুলিশে দেয় এপিবিএন। বুধবার সকালে তাকে অন্যান্য আসামিদের সাথে কোর্টে তোলা হয়। পরে পুলিশি পাহারায় সেল ঘরে নিয়ে যাওয়ার সময় কৌশলে পালিয়ে যায়।

ওসি বলেন, পলাতক রোহিঙ্গা মামুনকে খোঁজা হচ্ছে। তাকে আটক করা সম্ভব হবে বলে জানান তিনি।