তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড: দুই জনের লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ১ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। কিছু ক্ষত-বিক্ষত অংশও উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটির ‘বাংলার জ্যোতিতে’ এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা কফিল উদ্দিন দুইজনের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১১টার দিকে বিস্ফোরণের পর বাংলার জ্যোতি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, বন্দর, কোস্টগার্ড এবং নৌবাহিনীর যৌথ ফায়ার ইউনিটের সহায়তায় দুই ঘণ্টা চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর পর জাহাজ থেকে দুইজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত জানান, বাংলার জ্যোতি জাহাজটি সাগরে নোঙর করে রাখা বড় ট্যাংকার থেকে তেল পরিবহন করে জেটিতে নিয়ে আসে। এরপর ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করা হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর সেখান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।