চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সাথে সোমবার বিকালে সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিদায়ী কমিশনার কৃষ্ণ পদ রায়।
সাক্ষাতকালে দু’জনের মধ্যে চট্টগ্রাম নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা ও পে-পার্কিংসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সিটি মেয়র বিদায়ী পুলিশ কমিশনারের দায়িত্বকালীন সময়ে নগরীতে উন্নত আইন-শৃঙ্খলা প্রদান করায় তাঁকে ধন্যবাদ জানান এবং কৃষ্ণ পদ রায়ও সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে তার দায়িত্ব পালনকালে দিক-নির্দেশনা দেয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।