চট্টগ্রামে শুরু হয়েছে ঈদ বস্ত্র, জামদানী ও ক্ষুদ্র শিল্প মেলা ২০২৪। বুধবার (২৭ মার্চ) দুপুরে নগরীর জিইসি কনভেনশন সেন্টার পাকিং মাঠে বাংলাদেশ জামদানী ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোটার্স এসোসিয়েশন আয়োজিত রমজান মাসব্যাপী এই ঈদ বস্ত্র, জামদানি ও কুটির শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি জেনারেল ইলেকট্রিক কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড নির্বাহী পরিচালক এ. আর. এম. শামিম উদ্দিন। বিশেষ অতিথি হিসাব উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে অতিথিরা বলেন, দেশীয় অর্থনীতিতে বিরাট ভুমিকা রাখা দেশীয় বস্ত্র, জামদানি ও কুটির শিল্পকে বাঁচিয়ে রাখতে আমাদেরকে এর ব্যবহার বাড়াতে হবে। বক্তারা সবার প্রতি ঈদ, পহেলা বৈশাখ সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেশীয় পণ্য ব্যবহারের আহবান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামদানী ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোটার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হান্নান সিকদার, ব্যবসায়ী মো: সালাউদ্দিন, ও ফারজানা আক্তার। প্রধান ও বিশেষ অতিথি ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং মেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন। আগামী ঈদ রাত পর্যন্ত এই মেলা চলবে।
নগরীতে ঈদ বস্ত্র, জামদানী ও ক্ষুদ্র শিল্প মেলার উদ্বোধন
প্রকাশ : ২৭ মার্চ, ২০২৪ ২:৩৯ : অপরাহ্ণ |
বিভাগ : চট্টগ্রাম মহানগর
184 বার