আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার – আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার’র ২০২৫ সেবাবর্ষের পুর্নাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে । এতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের আইকনিক ভলান্টিয়ার লিডার লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান জেনারেল সেক্রেটারী নির্বাচিত হয়েছেন ফারহানা খান যুঁথী ও প্রধান সমন্বয়কারী নির্বাচিত হয়েছেন মোঃ মহিন উদ্দিন লিটন । সহ সমন্বয়কারী নির্বাচিত হয়েছেন এ.এন.এম তামজিদ। কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন ভাইস প্রেসিডেন্ট এডভোকেট জয়নুল আবেদিন, সহ সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, ট্রেজারার গাজী মুহাম্মদ মাকসুদ, ফান্ড রাইজিং অফিসার মো. ওমর করিম, সহযোগী ফান্ড রাইজিং অফিসার আরমান হোসেন, সহযোগী ফান্ড রাইজিং অফিসার নুসরাত সুলতানা রিজু, ইভেন্ট ম্যানেজমেন্ট অফিসার তৌসিফ রিজন, সহযোগী ইভেন্ট ম্যানেজমেন্ট অফিসার মোহাম্মদ আসিফ করিম, সহযোগী ইভেন্ট ম্যানেজমেন্ট অফিসার নাবিরা নওরীন, পাবলিক রিলেশন ও মিডিয়া অফিসার মহিবুল হাসান রাফি, পাবলিক রিলেশন ও মিডিয়া অফিসার মোহাম্মদ ওমর ফারুক, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক অফিসার এমএসএইচ মুন্না, সহযোগী শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক অফিসার চৈতি বড়ুয়া । নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন – মোহাম্মদ আবু হানিফ লিটন, মোঃ আশিকুর রহমান, বিলকিস আরা মিতু, নাজমা সুলতানা নুপুর, রাসেল উদ্দিন, মুহাম্মদ আরফাত হোসাইন, ইসতেফাজুল ইসলাম, শেখ মো: তাহমিদ উল্লাহ, আবদুল্লাহ আল মাহমুদ, মীর মোহাম্মদ আরকান, মোঃ আফিফ ইব্রাহীম মজুমদার, ফয়েজ উদ্দিন, হাবিবুর রহমান , মো: রফিকুল ইসলাম, মিনু আক্তার লাবণ্য । ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার – আইওয়াইসিএম এর সদর দপ্তর হতে ২০২৫ সেবাবর্ষের কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষনা করা হয়।
ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার চট্টগ্রাম চ্যাপ্টারের পুর্নাঙ্গ কমিটি গঠিত
প্রকাশ : ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:২০ : অপরাহ্ণ |
বিভাগ : চট্টগ্রাম মহানগর
27 বার