চট্টগ্রাম রোটারী সেন্টার আয়োজিত পিঠা উৎসব ও আড্ডা সম্পন্ন

চট্টগ্রাম রোটারী সেন্টার উদ্যোগে পিঠা উৎসব ও আড্ডা গতকাল নগরীর কাজির দেউরী রোটারী র্কাযালয়ে অনুষ্ঠিত হয়েছে। ফাস্ট প্রেসিডেন্ট ওসমান গণি মনসুরের স্বাগত বক্তব্য দিয়ে শুরু হয়। এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান রোটারিয়ান এম এ আউয়াল ও তার সহর্ধমীনী বেগম থালেদা আউয়াল। । কনভেনর ফাতেমা জেবুন্নেছা ও সেক্রেটারী ওমর আলী ফযসালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান ইন্জিনিয়ার নিখিল রন্জন দাস। রোটারিয়ান ডা: ইমরান বিন ইউনূস,রোটারিয়ান ফাস্ট প্রেসিডেন্ট শাকিল মাহমুদ, রোটারিয়ান খন রন্জন রায়।

শীতে গ্রাম বাংলার মানুষ পিঠা-পুলি উৎসবে মেতে ওঠে, যা এখন বিলুপ্তের পথে। নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলিকে পরিচয় করিয়ে দিতে পিঠা উৎসব ও আড্ডার ১৪৩১ আয়োজন করে চট্টগ্রাম রোটারী সেন্টার ।
(শনিবার) গতকাল নগরীর কাজির দেউরী রোটারী র্কাযালয়ে অনুষ্ঠিত হয়েছে ৫০ রকমের পিঠার উৎসব হয় এবং পিঠা উৎসবের পাশাপাশি আড্ডাও অনুষ্ঠিত হয়।
বাহারি নকশা আর মজাদার পিঠা নিয়ে জমে উঠে এ উৎসব। উৎসবে যোগদেন বিভিন্ন বয়সের নানা শ্রেণী পেশার রোটারিয়ান ও তাদের পরিবারের সদস্যরা। শীতকালে পিঠার আয়োজন গ্রাম-বাংলার অন্যতম একটি অনুষজ্ঞ। এসময় প্রায় সব বাড়িতেই কমবেশি নতুন ধানের পিঠা-পুলি বানানো হলেও, এ উৎসব একটু অন্যরকম।
পিঠা উৎসব ও আড্ডায় আরো উপস্থিত ছিলেন রোটারিয়ান আফতাব উদ্দীন আহমেদ, রোটারিয়ান ইন্জিনিয়ার মো:হান্নান, রোটারিয়ান সুদ্বীপট কুমার চন্দ, রোটারিয়ান নুরুল আলম আলম চৌধুরীসহ ইসলামাবাদ প্রেসিডেন্ট-সেক্রেটারীসহ সকল রোটারিয়ান ও গন্যমান্য ব্যক্তির্বগ। পিঠা উৎসবে বিভিন্ন স্টলের মধ্যে প্রথমস্থান স্বাদ-বিলাস,২য়স্থান রোটারি ক্লাব অব ওয়াটারফল এবং তুতীয়স্থান ”থাকবে না-থাকবে না একটি পিঠাও” বিশেষ সম্মাননা পুরুস্কার র্অজন করে। পিঠা উৎসবের শুরুতে নৃত্য পরিবেশন করেতাবাচ্ছুম আকতহার অহনা। বিজ্ঞপ্তি